G20 Schedule: জি২০ সম্মেলনের প্রথম দিনে হবে ২টি সেশন, সন্ধ্যায় ডিনার, জানুন সূচির খুঁটিনাটি Updated: 09 Sep 2023, 10:45 AM IST Abhijit Chowdhury আজ, শনিবার ভারতের রাজধানী দিল্লিতে জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে। আজ প্রথম দিনে দু'টি সেশন হবে। মাঝে হবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক। এরপর আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নৈশভোজ। জানুন আজকের সূচির যাবতীয় খুঁটিনাটি।