সমুদ্র সৈকতে 'সানবাথ' থেকে বালিতে পায়ের ছাপ, দেখুন দেব-রুক্মিনীর মলদ্বীপ ডায়েরি Updated: 22 Jul 2021, 04:25 PM IST Rahul Majumder রাজনীতি এবং অভিনয় থেকে সামান্য ব্রেক নিয়ে বান্ধবী রুক্মিণী মৈত্রের সঙ্গে মলদ্বীপে উড়ে গেছেন দেব। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে ছবি না তুললেও একে অপরের দারুণ সব ছবি তুলে দিতে কার্পণ্য করেননি তাঁরা।