Tax on Petrol-Diesel: পেট্রল-ডিজেল এবং এটিএফ রফতানির উপর কর চাপিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সরকার পেট্রল এবং এটিএফ-এর উপর রফতানি শুল্ক প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়েছে। একই সময়ে ডিজেলের উপর রফতানি শুল্ক প্রতি লিটারে ১৩ টাকা বেড়েছে। এছাড়াও, সরকার দেশীয় অপরিশোধিত তেলের উপর প্রতি টন ২৩,২৩০ টাকা কর ঘোষণা করেছে।