ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহার করে Bima-ASBA নামক একটি নতুন প্রিমিয়াম পেমেন্ট মেকানিজম চালু হবে ১ মার্চ থেকে। এদিকে ১৫ মার্চের মধ্যে UAN সক্রিয় করতে হবে এবং আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ইপিএফও গ্রাহকদের। আবার ১ মার্চ থেকে বদলেছে গ্যাসের দাম।