Green Chillies Health Benefits: কাঁচা লঙ্কা তো খান, কিন্তু এটি আপনার শরীরে কী ঘটায়, তার কোনও ধারণা আছে কি Updated: 28 Oct 2022, 11:28 AM IST Suman Roy Green Chillies Health Benefits: আমরা প্রতিদিনের রান্নায় ঝালের জন্য লঙ্কা ব্যবহার করি। কেউ কেউ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, আবার কেউ কেউ কাঁচা লঙ্কা রান্নায় দেন। কিন্তু এই লঙ্কা আপনার শরীরে কেমন প্রভাব ফেলে, সেটি জানেন?