Eastern Rail Timetable change: পূর্ব রেলের সময় সূচি বদল ১ জানুয়ারি থেকে, এরই মাঝে আবার হাওড়া থেকে বাতিল ৬০ লোকাল Updated: 29 Dec 2024, 03:31 PM IST Abhijit Chowdhury ১ জানুয়ারি থেকে পূর্ব রেলের সময়সূচীতে বদলে যাচ্ছে বলে জানা গিয়েছে। এরই সঙ্গে আবার আগামী কয়েক দিনের জন্যে ৬০টি লোকাল ট্রেনসহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল।