Durga Puja Train Ticket Details: পুজোর ছুটিতে ঘুরতে যাবেন? টিকিট কাটার ক্ষেত্রে মিলবে বড় সুবিধা, ঘোষণা রেলের Updated: 13 Jun 2024, 12:34 PM IST Abhijit Chowdhury দুর্গাপুজোর জন্য ট্রেনের টিকিট বুকিং শুরু হতে চলেছে। এই সময়ে অনেক বাঙালি ঘুরতে যান বাইরে। এই আবহে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে যাঁরা ট্রেনে চড়ে ঘুরতে যান, তাঁদের জন্য টিকিট বুকিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা ইতিমধ্যেই চালু করতে চলেছে পূর্ব রেল।