আজ, ১২ নভেম্বর কালীপুজো এবং আগামিকাল, ১৩ নভেম্বর পালিত হবে দিওয়ালি। এই আবহে কলকাতা সহ রাজ্য, দেশ জুড়ে ফাটবে বাজি। জ্বলে উঠবে প্রদীপ, আলো। তবে এই বাজি ফাটানো ঘিরে কড়াকড়ি এবছর। দূষণ রোধে বাজি ফাটানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোন ধরনের বাজি ফাটানো যাবে, তাও নির্দিষ্ট করা হয়েছে।