Dhanushkodi Rail Line: বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। এহেন ভারতীয় রেল প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করতে থাকে। এই আবহে জানা গিয়েছে, এবার ভারতী রেলের অধীনে থাকা দক্ষিণ রেলওয়ে তামিলনাড়ুর রামেশ্বরম এবং ধনুষ্কোডিকে রেল পথের মাধ্যমে সংযুক্ত করতে চলেছে। এই প্রকল্পে মোট ব্যয় হবে ৭০০ কোটি টাকার বেশি। এই রেল সংযোগ দক্ষিণ রেলের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। প্রসঙ্গত, ১৯৬৪ সালে রামেশ্বরম-ধনুষ্কোডি রেললাইনটি ধ্বংস হয়ে গিয়েছিল সুনামিতে।