Coromandel Accident Cause: করমণ্ডল দুর্ঘটনায় 'হিউম্যান এরর' তত্ত্ব, নজরে বাহানগা স্টেশনের পাঁচ কর্মী Updated: 13 Jun 2023, 08:35 AM IST Abhijit Chowdhury ইতিমধ্যেই জানা গিয়েছে, সিগন্যালিংয়ের গলদ নয় বরং রেলকর্মীদের ভুলের কারণেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই আবহে এবার বালাসোরের বাহানগা স্টেশনের পাঁচ কর্মীর ওপর নজর পড়েছে। এই আবহে সিবিআই জেরার মুখেও পড়তে হয়েছে রেলকর্মীদের।