Kolkata Meto New Station: এক মেট্রোয় সিটি সেন্টার ২! প্রায় শেষ স্টেশনের কাজ, রইল অন্দরমহলের স্পেশাল ‘লুক' Updated: 07 Nov 2023, 07:29 PM IST Ayan Das এতদিন নিশ্চয়ই বাস বা গাড়ি করে সিটি সেন্টার ২ মেট্রো স্টেশনে যেতেন। তবে এবার সেখানে মেট্রো স্টেশনও প্রায় তৈরি হয়ে গিয়েছে। এতদিন বাইরে থেকে সেইসব তোখে পড়ত। এবার সিটি সেন্টার ২ মেট্রো স্টেশনের অন্দরলমহলের ছবি দেখে নিন।