Chandrayaan-3 on Moon Ice: 'আগে যা মনে করা হয়েছিল...', চাঁদের বরফ নিয়ে ধারণা বদলে দিল চন্দ্রযান ৩ Updated: 07 Mar 2025, 09:21 AM IST Abhijit Chowdhury চাঁদে থাকা বরফ নিয়ে ধারণা পালটে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে চন্দ্রযান ৩-এর পাঠানো ডেটা থেকে। এমনই দাবি করা হল রিপোর্টে। এই আবহে আহমেদাবাদে অবস্থিত ভৌতিক গবেষণাগারের ফ্যাকালটি সদস্য এবং এই সংক্রান্ত রিপোর্টের প্রধান লেখক দুর্গা প্রসাদ কর্ণম মুখ খুললেন।