Buddhadeb Bhattacharjee's child: আর শুধু মানসিকভাবে নন, সরকারি নথিতেও সুচেতন হলেন বুদ্ধদেবের সন্তান, মিলল আইকার্ড Updated: 10 Jan 2024, 11:58 PM IST Ayan Das এবার সরকারি নথিতেও সুচেতন হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান। পেলেন ট্রান্সজেন্ডার আইডি কার্ড। তার ফলে সুচেতনা থেকে সুচেতন হয়ে ওঠার লড়াইয়ে আরও একটা ধাপ এগোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান।