Baul Academy in Jaydev: বাউল অ্যাকাডেমির কাজ একদম শেষ! এবার উদ্বোধনের অপেক্ষা, দেখে নিন ভিতরের দারুণ ছবি Updated: 13 Nov 2022, 02:14 PM IST Suman Roy Baul Academy in Jaydev, Birbhum: ২০১৬ সালে শিলান্যাস হয়ে গিয়েছিল। তার পরে কোভিডের কারণে কাজের গতি কিছুটা কমলেও শেষ হয়ে গিয়েছে বাউল অ্যাকাডেমি তৈরির কাজ। এভার উদ্বোধনের পালা। তার আগেই দেখে নিন ভিতরের ছবি।