SKY reacts on IND vs AFG innings: ওপেনিং অত চাপের নয়, '৭ থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাটিং করাই সবথেকে কঠিন', বললেন SKY Updated: 20 Jun 2024, 10:37 PM IST Ayan Das তিনি নাকি শুধু ছোট দলের বিরুদ্ধে রান করেন, চাপের মুখে দলকে ডুবিয়ে দেন। শেষ দুটি ম্যাচে সেই অভিযোগ অনেকটাই ঝেড়ে ফেলেছেন সূর্যকুমার যাদব। বরং আমেরিকার মতো আফগানিস্তানের বিরুদ্ধে প্রবল চাপের মুখে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করলেন।