ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল আটাল। এই গ্রীষ্মে প্যারিস অলিম্পিক্স এবং ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনের আগে সেই ঘোষণা করা হল। যে নির্বাচনে অতি ডানপন্থী দলের হাতে পরাজয়ের আশঙ্কা আছেন ইমানুয়েল ম্যাক্রোঁরা। কিন্তু কে এই গ্যাব্রিয়েল আটাল, তা দেখে নিন।