নিজের প্রাণ দিয়ে অর্জুনকে রক্ষা করেছিলেন মহাভারতের কাহিনীর এই রাক্ষস Updated: 27 Apr 2022, 02:11 PM IST Pinaki Bhattacharyya তাঁর মাথা ছিল ঘটের আকৃতির। মাথায় ছিল না চুল। তাই তাঁর এই নামকরণ হয়েছিল। রাক্ষসকূলের সদস্য হয়েও পাণ্ডবদের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াই করেছিলেন এই মায়াবি রাক্ষস। জেনে নিই সেই কাহিনী।