Asian Games: সিন্ধুর খারাপ ফর্মের ধারা অব্যাহত, গত বারের রুপোজয়ী এবার বিদায় নিলেন কোয়ার্টার ফাইনালেই Updated: 05 Oct 2023, 08:39 AM IST Tania Roy চলতি বছরে একের পর এক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন পিভি সিন্ধু। এশিয়ান গেমসেও তিনি গোটা দেশকে নিরাশই করলেন। সেমিফাইনালেও উঠতে পারলেন না তারকা শাটলার। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সিন্ধু।