Canada-India Diplomatic Row: ভারতের পদক্ষেপে 'ভয়' পেয়েছে কানাডা, তাই ডেডলাইনের আগেই দেশ ছেড়েছে ৪১ কূটনীতিক Updated: 20 Oct 2023, 08:10 AM IST Abhijit Chowdhury ভারতে নিযুক্ত কানাডার কূটনৈতিকদের সংখ্যা কমাতে ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিল ভারত। ২০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ জনকে দেশ ছাড়তে বলেছিল ভারতের বিদেশ মন্ত্রক। এই আবহে ডেডলাইন শেষ হওয়ার একদিন আগেই ৪১ জনকেই দেশ থেকে সরানো হয়েছে বলে জানাল কানাডা।