Adani Share Returns: ৪২২২% পর্যন্ত রিটার্ন দিয়েছে আদানির এই চারটি সংস্থার শেয়ার! আপনিও কিনবেন নাকি?
Updated: 29 Jul 2022, 02:59 PM IST Abhijit Chowdhury 29 Jul 2022 adani power, adani transmission limited share price, should i invest in adani shares?, adani green enrgy, adani group news, adani group share price, আদানি গোষ্ঠী, আদানি শেয়ার বাজার, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিনAdani Share Returns: গত এক বছরে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে আদানি গ্রুপের চারটি কোম্পানির শেয়ার। আদানি পাওয়ার গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর (৭০.৩৫ টাকা) থেকে প্রায় ৫ গুণ লাফিয়ে ৩৪৪.৫-এর দর ছুঁয়েছে। আদানি গ্যাস ৮৪৩ টাকার সর্বনিম্ন পর্যায় থেকে বেড়ে ৩,০১৮ টাকা হয়েছে। আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম ৮৭১ টাকা থেকে বেড়ে ৩,০৬৯ টাকা হয়েছে। তাছাড়া আদানি গ্রিনের শেয়ার দর ৮৭৪.৮ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫০ টাকায় পৌঁছেছে।
পরবর্তী ফটো গ্যালারি