কংগ্রেসের থেকে পঞ্জাব ছিনিয়ে নেবে AAP, উত্তরাখণ্ডে লড়াই কাঁটায় কাঁটায়: সমীক্ষা
Updated: 12 Dec 2021, 12:15 PM IST Abhijit Chowdhury 12 Dec 2021 punjab assembly elections 2022, aam aadmi party, congress, arvind kejriwal, bjp, uttarakhand assembly election 2022, abp c voter, এবিপি সি ভোটার, পঞ্জাব বিধানসভা নির্বাচন, আম আমদমি পার্টি, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন, কংগ্রেস, বিজেপি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, পঞ্জাবে কে জিতবে, উত্তরাখণ্ডে কে জিতনির্বাচনের কয়েক মাস আগে থেকেই পঞ্জাবে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের জেরে জটিল হয়েছে রাজনৈতিক সমীকরণ। কংগ্রেসের দীর্ঘতদিনের সৈনিক ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছেড়ে নিজের দল খোলার ঘোষণা করতেই বহুমুখী লড়াই আরও জমে উঠেছে পঞ্জাবে। এই আবহে সেই রাজ্যে লাভবান হতে পারে আম আদমি পার্টি।
পরবর্তী ফটো গ্যালারি