16 Crore Domestic Flyer making Record: ঘরোয়া বিমান যাত্রীসংখ্যার রেকর্ড ভেঙেছে ভারতে, আকাশে উড়েছেন ১৬.১ কোটি Updated: 23 Jan 2025, 01:55 PM IST Abhijit Chowdhury ২০২৩ সালে ঘরোয়া বিমান যাত্রীর সংখ্যা ছিল ১৫.২ কোটি। এর আগে সেটাই ছিল একটি বছরে সর্বোচ্চ সংখ্যক যাত্রী বহন। তবে ২০২৪ সালে সেই পরিসংখ্যান ছাপিয়ে গিয়েছে ভারত। এই আবহে দেখে নিন গতবছর কত সংখ্যক যাত্রী ঘরোয়া গন্তব্যে পৌঁছতে উড়ানে চেপেছিলেন।