ইসলামাবাদ, ঢাকার সখ্যতার মাঝেই বাংলাদেশের ইউনুস সরকার দাবি তুলেছিল, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। এখানেই শেষ নয়, পূর্ববর্তী অর্থের শেয়ার বাবদ পাকিস্তানের কাছ থেকে ৪.৫ বিলিয়ন ডলারও চেয়েছিল বাংলাদেশ। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথমবার বাংলাদেশ ও পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয় দীর্ঘ ১৫ বছর পর। আর বৈঠক শেষে ক্ষমা বা ক্ষতিপূরণের কোনও উল্লেখই নেই পাকিস্তানের ভাষ্যে। এই অবস্থার মাঝেও মহম্মদ ইউনুসের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, তুললেন পুরনো শত্রুদের পরে বন্ধু হওয়ার প্রসঙ্গ।
শুক্রবার, মহম্মদ ইউনুসের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেন। সেখানে তিনি লিখছেন, সারা বিশ্বে পূর্ব শত্রুদের পরে বন্ধুতে পরিণত হওয়ার নানান উদাহরণের কথা। এক্ষেত্রে তিনি ফ্রান্স ও ইংল্যান্ডের কথা তোলেন। যারা দীর্ঘ শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে। পরে আবার তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। ওই যুদ্ধের প্রসঙ্গ ধরে তিনি বলেন, একই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে বোমা বর্ষণ করেছে। আবার পরে তারা হাতও মিলিয়েছে। মহম্মদ ইউনুসের উপ প্রেস সচিবের বার্তা,' বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? এমন প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা। এ ধরনের প্রশ্ন আমাদের মোটেও অবাক করেনি।' তিনি একইসঙ্গে লিখছেন,' এমন কিছু মানুষ সব সময়ই থাকবে, যারা বাংলাদেশের স্বাধীন পরিচয়ে খুব কমই বিশ্বাস করবে।' আবুল কালাম আজাদ মজুমদারের বার্তা,' আমাদের জবাব স্পষ্ট ছিল। অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যাই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থী নীতি হবে, যা আমাদের নিজস্ব স্বার্থে পরিচালিত হবে।'