দেবব্রত মোহান্তি
চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভোট হয়েছিল ওড়িশায়। বিজু জনতা দল সোমবার অভিযোগ করেছে যে লোকসভা ও বিধানসভা ভোটে ভোটের সংখ্য়া নিয়ে একাধিক অসংগতি পেয়েছেন তারা।
এনিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন তারা। বুথে মোট যত ভোট পড়েছে ও ওই একই ইভিএমে যত ভোট পড়েছে তার মধ্য়ে অংসগতি রয়েছে। লোকসভা ভোট ও বিধানসভা ভোটের সংখ্য়ার মধ্য়েও নানা অসংগতি রয়েছে। তাদের অভিযোগ যত ভোট পড়েছে আর যত ভোট গণনা করা হয়েছে তার মধ্য়ে ৩০ শতাংশ ফারাক রয়েছে। দেশের মধ্য়ে এটা সর্বোচ্চ বলে দাবি করা হচ্ছে। কারণ জাতীয় ক্ষেত্রে এই অসংগতি মাত্র ২ শতাংশ।
চিঠিতে বিজেডির ইলেকশন সমন্বয় কমিটির চেয়ারম্যান দেবী মিশ্রর অভিযোগ নির্দিষ্ট বুথে যে ভোট গণনা করা হয়েছে ও সেই বুথে যত ভোট পড়েছে তার মধ্যে ফারাক রয়েছে।
একাধিক বুথের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ফুলবানী বিধানসভা ক্ষেত্রের ৫৭ নম্বর বুথে এই ফারাক হল ৬৮২। তালসারাতে ১৬৫ নম্বর বুথ ও ২১৯ নম্বর বুথে এই ফারাক হল যথাক্রমে ৬৬০ ও ৭৮৪।
বিজেডির প্রশ্ন, যত ভোট পড়েছে আর যত ভোট গণনা করা হল তার মধ্য়ে ফারাক ওড়িশায় কেন ৩০ শতাংশ হল? সারা দেশে এটা ২ শতাংশের বেশি নয়। বিজেডির দাবি, ওড়িশার মানুষ ও রাজনৈতিক দলগুলির সঙ্গে ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে। মারাত্মক অসংগতির জের । আমাদের দাবি , নির্বাচন কমিশন যেন গোটা ঘটনায় গুরুত্ব দিয়ে দেখে।