সম্প্রতি মধ্যপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আসল তলোয়ার নিয়েই বিভিন্ন কারসাজি করে দেখাচ্ছেন তিনি। মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি ২০১৯ সালের।
মধ্যপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী মোহন যাদব
বিগত কয়েক বছর ধরেই ক্রিকেট মাঠে রবীন্দ্র জাদেজার 'তলোয়ারি দক্ষতা' দেশে এসেছে দেশ। তবে সেই তলোয়ারি দক্ষতা ব্যাটের সাহায্যেই দেখান জাদেজা। তবে সম্প্রতি মধ্যপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আসল তলোয়ার নিয়েই বিভিন্ন কারসাজি করে দেখাচ্ছেন তিনি। মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি ২০১৯ সালের ডিসেম্বরের। তবে নতুন করে তা ফের একবরা ভাইরাল হয়েছে। (আরও পড়ুন: শীঘ্রই UPI-এর মাধ্যমে পাঠানো যাবে ডলার! SWIFT-এর সাথে আলোচনায় NPCI, RBI)
প্রসঙ্গত, অনেক রাজনৈতিক বিশ্লেষককেই অবাক করে দিয়ে মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন মোহন যাদব। দক্ষিণ উজ্জয়িনীর তিনবারের বিধায়ক মোহন যাদবকে রাজ্যের গদিতে বসিয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের যাদবকূল ভোটারদের আকৃষ্ট করতে চাইছে বলে মত অনেক রাজৈতিক বিশেষজ্ঞেরই। এছাড়া একজন ওবিসিকে মুখ্যমন্ত্রী করে 'জাতভিত্তিক জনগণনা' ইস্যুর পালের হাওয়া কিছুটা নিজেদের দিকে টানতে চাইছে বিজেপি।
উল্লেখ্য, শিবরাজ সিং চৌহানের আগের সরকারে উচ্চশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন মোহন। তাঁর বাবা পুনমচাঁদ যাদবও শিবরাজের অধীনে রাজ্যের মন্ত্রী থেকেছেন। ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় স্বভাবতই খুব খুশি পুনমযাদব। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি কখনও ভাবিনি যে আমার ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। তবে বাবা মহাকালের আশীর্বাদে সেটাই হতে চলেছে।' উল্লেখ্য, উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্র থেকে ২০১৩ সালে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন মোহন যাদব। ২০১৮ সালের নির্বাচনেও এই একই আসন থেকে জয়ী হন তিনি। আর ২০২৩ সালের ভোটে সেই আসন থেকে জয়ের হ্যাটট্রিক করেন মোহন। এর আগে ২০২০ সালে মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন মোহন।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৩ ডিসেম্বর শপথগ্রহণ করবেন মোহন। তাঁর সঙ্গে রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজেন্দ্র শুক্লা এবং জগদীশ দেবদা। উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন হয় মধ্যপ্রদেশে। ৩ ডিসেম্বর ফল প্রকাশ হলে দেখা যায়, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১৬৬টিতেই জয়ী বিজেপি। এরপরই জল্পনা শুরু হয় মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। শেষ পর্যন্ত চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বসিয়ে দিয়ে নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির।