হিপহপ ও ভরতনাট্যম। সম্পূর্ণ দুই মেরুর দুই নৃত্যকলা। কিন্তু চাইলে তাদেরও এক সুতোয় গাঁথা যায়। সেটাই করে দেখালেন একদল নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।ভরতনাট্যম ভারতের অন্যতম জটিল নৃত্যশিল্প। এর একেকটি স্টেপ নিখুঁত করতেই বছরের পর বছর কঠোর প্রশিক্ষণের প্রয়োজন হয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডান্স ফর্ম হিপহপ। সেটাও কিন্তু নেহাত্ সহজ নয়। শরীরের দুর্দান্ত ফিটনেসের প্রয়োজন হয়। বহুদিন ধরে অভ্যাস করে রপ্ত করতে হয়।তবে এই দুইকেই মিশিয়ে দিলেন ভাইরাল নৃত্যশিল্পীরা।কোরিওগ্রাফার ঊষা জেয়ের টুইটার এবং ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্লিপটিতে মিঠুজা এবং জানুশার সঙ্গে তাঁকে নাচতে দেখা গিয়েছে। তিনজনেই হিপ-হপ ঘরানার পদক্ষেপের সঙ্গেই ভরতনাট্যম করছেন।'#HybridBharatham হল হিপ-হপ এবং ভরতনাট্যমের সুইচ করার পদ্ধতি। এই দু'টি নাচই আমি ভালোবাসি, শিখি এবং সম্মান করি। আমার লক্ষ্য প্রতিটি নৃত্যের আসল স্বাদটা বজায় রাখা এবং এমন কিছু তৈরি করা যা তাকে নতুন করে তুলে ধরবে,' লিখেছেন ওই নৃত্যশিল্পী।দেখুন সেই ভিডিয়ো: ভিডিয়োটি টুইটারে ৮ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই তাঁদের নাচের প্রশংসা করেছেন। এমন আরও নাচ দেখতে চেয়েছেন তাঁরা।তবে আদি ভরতনাট্যম বা হিপহপ-প্রেমীদের কেউ কেউ বিষয়টি ভাল চোখে দেখেননি। তাঁদের কথায়, শাস্ত্রীয় নৃত্যের ফর্ম বিকৃত করা উচিত নয়। আপনার এই ফিউশন নাচের বিষয়ে কী বক্তব্য? কমেন্টে জানান আপনার মতামত।