ভারতীয় সমাজে অনেক সময়েই ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়। বিশেষত, কনেরা অনেক সময়েই পরিবারের চাপে বিয়েতে রাজি হন। কিন্তু মাঝে মাঝে পরিবার, সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তেমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ইউটিউবে ভিডিয়োটি আপলোড করা হয়েছে। তাতে কনেকে বেশ অসন্তুষ্ট মনে হচ্ছে। বিয়ে করার বিষয়ে তাঁর যেন সেরকম কোনও আগ্রহই নেই। বর ও পরিজনদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে আছেন তিনি। আশেপাশে সকলে তাঁদের জন্য করতালি দিচ্ছেন। ব্যস্ত মেজাজে ফটোগ্রাফাররা। এমন সময়ে দেখা যাচ্ছে, কনে তাঁর মালা বরের হাতে তুলে দিলেন। তারপর তর্জনী তুলে বরের দিকে কিছু বলতে গেল তাঁদের। দৃষ্টত্যই তাঁকে বেশ ক্রুদ্ধ বলে মনে হচ্ছে।
অতিথিরা নাটকীয় ঘটনা দেখে হতবাক হয়ে যান। কনে স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি এই পাত্রকে বিয়ে করবেন না। হতবাক হয়ে যান ফটোগ্রাফাররাও। তাঁদের বলতে শোনা যায়, 'হে ঈশ্বর। ইয়ে কেয়া বোল রহি হ্যায়? (এসব কী বলছে?)।
এরপর তিনি মঞ্চ থেকে নেমে আসার চেষ্টা করেন। কিন্তু এক মহিলা তাঁকে থামিয়ে দেন। পাত্রকে দৃশ্যতই বেশ অপমানিত বোধ করেন। এরপর তিনি মঞ্চ থেকে চলে যান।
কনের মা তখন তাঁকে মাঝপথে থামান। তারপর তাঁর মেয়েকে বিয়ে করতে রাজি করান। বরের মাও তাঁকে মঞ্চের দিকে ঠেলে দেন। কিন্তু নববধূ মাথা নেড়ে বলেন যে তিনি এটি মানতে পারবেন না।
ভিডিয়োটি অনেকে ভাইরাল হওয়ার জন্য অভিনীত বলে মনে করছেন। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।