গতকালই ভোরের দিকে আচমকা ইজরায়েলে ঢুকে পড়ে হামলা করে হামাস। গতকাল সকাল সকাল দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় রকেট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। তেল আভিভ এবং বীরশেবার মতো এলাকায় বেজে ওঠে সাইরেন। ইজরায়েলে ঢুকে আসে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। গাজা এবং ইজরায়েলের মধ্যে থাকা 'নো ম্যানস ল্যান্ড' অতিক্রম করে তারা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় গতকাল। যেখানে দেখা যায়, এক মৃত নারীকে প্রায় উলঙ্গ করে পিকআপ ট্রাকে করে ঘুরছে হামাসের জঙ্গিরা। ভিডিয়োতে দেখা যায়, হাতে বন্দুক ও রকেট লঞ্চার নিয়ে থাকা হামাস যোদ্ধারা ধর্মীয় স্লোগান তুলছে। এমনকি মৃত নারীর দেহে থুতু ফেলতে দেখা যায় হামাস যোদ্ধাদের। (আরও পড়ুন: 'ভারতীয় মুসলিমরা...', ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কী বললেন IAS অফিসার শাহ ফয়সাল?)
প্রসঙ্গত, গতকাল সকাল সকাল দক্ষিণ ইজরায়েলের বিস্তীর্ণ এলাকায় রকেট হামলা চালায় প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে ৭টি স্থানে গুলির লড়াই চলছে। হামাসের আচমকা হামলার পরিপ্রেক্ষিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে ইজরায়েলও। হামাসের হামলায় ইজরায়েলেও প্রাণ হারিয়েছেন অনেকে। গতরাতে শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩০০ হয়েছে ইজরায়েলে। এদিকে শেষ পাওয়া খবর পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০। (আরও পড়ুন: হামাসের গাড়িতে নিহত বিবস্ত্র তরুণী জার্মান, পায়ের ট্যাটু দেখে চিনলেন মৃতার মা)