
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মার্কিন সংস্থা অ্যাস্ট্রোবটিক্সের পেরেগ্রিন ল্যান্ডারের চাঁদে সফল অবতরণের 'কোনও সম্ভাবনা নেই' বলে জানিয়ে দেওয়া হল মঙ্গলবারেই। এর আগে উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পরই মহাকাশযানে বিপদের মুখোমুখি হয়েছিল পেরেগ্রিন মহাকাশযানটি। তখনই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল চিত্রটা। আর মঙ্গলবার অ্যস্ট্রোবটিক্স অকপটে স্বীকার করে নিল, চাঁদে সফট ল্যান্ডিং করা সম্ভব হবে না তাদের পেরেগ্রিন ল্যান্ডারের পক্ষে। উল্লেখ্য, এই মিশনের মাধ্যমে প্রায় পাঁচ দশক পর চাঁদের মাটিতে পা রাখার চেষ্টায় ছিল আমেরিকা। (আরও পড়ুন: এবার বিমানে পছন্দের আসন পেতে খসাতে হতে পারে অতিরিক্ত ২০০০ টাকা! জানাল ইন্ডিগো)
আরও পড়ুন: উপকূলের ৩০ কিমি দূরে বঙ্গোপসাগরের এই জায়গা থেকে প্রথমবার তেল উত্তোলন ONGC-র
উল্লেখ্য, পেরেগ্রিনের হাত ধরে দীর্ঘ ৫০ বছর পর ফের একবার চাঁদে পা রাখার স্বপ্ন দেখছিল আমেরিকা। এই আবহে চাঁদে অবতরণ করানোর জন্য বেসরকারি সংস্থার একাধিক পেলোড সহ মহাশূন্যে উড়ে গিয়েছিল পেরেগ্রিন লুনার ল্যান্ডার। তবে মহাকাশে মহা বিপদের মুখে পড়ে এই মহাকাশযান। তাই ৫০ বছরে প্রথমবার আমেরিকার চাঁদে পা রাখার স্বপ্ন নিয়ে সংশয় দেখা দেয়। আর মঙ্গল রাতে মার্কিন সংস্থাটি জানিয়ে দেয়, সেই সংশয়ই আদতে সত্যি হতে চলেছে। প্রসঙ্গত, ভলকান নামের মহাকাশযানে করেই চাঁদের উদ্দেশে পাড়ি দেয় পেরেগ্রিন ল্যান্ডার। উৎক্ষেপণের ৩০ মিনিট পর জানানো হয়েছিল, মহাকাশে এই যান স্থিতিশীল অবস্থায় আছে। তা পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। তবে এর কিছু পরেই যান্ত্রিক কিছু গোলযোগ দেখা দেয় এই মহাকাশযানে। জানা যায়, পেরেগ্রিনের সোলার প্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছে।
জানা গিয়েছে, মহাকাশযানের সোলার প্যানেলকে সূর্যের দিকে ঘোরাতে পারছেন না বিজ্ঞানীরা। এই আবহে মহাকাশযানে থাকা ব্যাটারি শীঘ্রই শক্তি হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা বহু চেষ্টা করা সত্ত্বেও মহাকাশযানে যে সমস্যা রয়ে গিয়েছে তা মেনে নেওয়া হয়েছে। এই আবহে মিশনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কার্যত আভাস দিয়েই দিয়েছিল যে এই মহাকাশযান লক্ষ্যে পৌঁছতে পারবে না। এরই মাঝে সংস্থার তরফ থেকে মহাকাশযানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, মহাকাশযানের বাইরের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, বিশ্বে এই প্রথম কোনও বেসরকারি সংস্থা চাঁদে অবতরণ করার লক্ষ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছিল। সোমবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ভলকান রকেটে চেপে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল পেরেগ্রিন ল্যান্ডার। স্থানীয় সময় রাত ২টো ১৮ মিনিটে বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবোটিক টেকনোলজিস এই সফল উৎক্ষেপণ করেছিল। তবে মিশনে সাফল্য এল না।
আগামী ২৩ ফেব্রুয়ারি চাঁদে নামার কথা ছিল পেরেগ্রিন ল্যান্ডারের। তবে বর্তমানে আর কয়েক ঘণ্টার জ্বালানি বেঁচে আছে এই মহাকাশযানে। ভবিষ্যতে মানুষের চন্দ্রাভিযানের আগে চন্দ্রপৃষ্ঠের তথ্য সংগ্রহ করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। রিপোর্ট অনুযায়ী, এই পেরেগ্রিন ল্যান্ডারে ছিল লিনিয়ার এনার্জি ট্রান্সফার স্পেকট্রোমিটার, এটি বিকিরণ মাত্রা নিরীক্ষণ করত। এছাড়াও এতে ছিল নিয়ার-ইনফ্রারেড ভোলাটাইল স্পেকট্রোমিটার সিস্টেম, যা চাঁদের মাটির গঠন বিশ্লেষণ করত। চাঁদের মাটিতে জলের অনুসন্ধার করার জন্য এতে ছিল নিউট্রন স্পেকট্রোমিটার সিস্টেম নাকম পেলোড। আর চাঁদের বায়ুমণ্ডলের থেকে তথ্য সংগ্রহ করতে এছাড়া পেরেগ্রিন আয়ন-ট্র্যাপ মাস স্পেকট্রোমিটার ছিল এই মহাকাশযানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports