ভারতে সদ্য সোমবারই মিলেছে এইচএমপিভি আক্রান্তের হদিশ কর্ণাটকে দুই শিশুর দেহে এই সংক্রমণ মিলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নিয়ে মুখ খুলেছে। আইসিএমআর-র রুটিন নজরদারির হাত ধরে এই এইচএমপিভি ভাইরাসের হদিশ মিলেছে। এছাড়াও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে যে নজরদারি চলছে, তার হাত ধরেও এই ২ শিশুর দেহে এই সংক্রমণের হদিশ মিলেছে। এদিকে, আইসিএমআর কী বলছে? ভারতে ২ এইচএমপিভি সংক্রমিতের হদিশ মিলতেই দেশের শীর্ষস্থানীয় মেডিক্যাল প্রতিষ্ঠান আইসিএমআরও মুখ খুলেছে।
আইসিএমআর-র তরফে বলা হচ্ছে, ‘এটায় জোর দেওয়া যায় যে এইএমপিভি ভারত সহ বিশ্বব্যাপী ছড়িয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন দেশে এইচএমপিভির সঙ্গে সম্পর্কিত শ্বাসকষ্টজনিত অসুস্থতার খবর রয়েছে।’ একইসঙ্গে আইসিএমআর বলছে, ‘অধিকন্তু, ICMR এবং ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম (IDSP) নেটওয়ার্কের বর্তমান ডেটার উপর ভিত্তি করে, দেশে ইনফ্লুয়েঞ্জা-লাইক ইলনেস (ILI) বা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা (SARI) ক্ষেত্রে কোনও অস্বাভাবিক বৃদ্ধি ঘটেনি বলে দেখা গিয়েছে।’
উল্লেখ্য, এই এইচএমপিভি ভাইরাস নিয়ে কোনও মতেই আতঙ্কিত না হওয়ার কথাও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাফ জানিয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। এদিকে, আইসিএমআরও সারা বছর ধরে এইএমপিভি ভাইরাস ঘিরে ঘটনাবলীর দিকে নজরদারি শুরু করে দিয়েছে।
( Rahu Gochar 2025: রাহু খুব শিগগিরই আসছেন কৃপায় মেজাজে! ২০২৫ এ কবে থেকে ভালো সময় শুরু মেষ সহ ৪ রাশির?)
এর আগে, কেন্দ্র জানিয়েছিল, কেন্দ্র ঘোষণা করেছিল যে চিনের কেসগুলির বৃদ্ধির পরে এইচএমপিভি এবং অন্যান্য শ্বাস-সম্পর্কিত ভাইরাসগুলি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি মূল্যায়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC), ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের দ্বারা একটি জয়েন্ট মনিটরিং গ্রুপ (JMG) তৈরি হয়েছে বলেও জানানো হয়েছে। কর্ণাটক, মহারাষ্ট্রের এইচএমপিভি নিয়ে গাইডলাইন দিয়ে দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গও রাজ্যবাসীকে সতর্ক থাকতে বার্তা দিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ,কর্ণাটকে যে ২ শিশুর দেহে এই ভাইরাসের চিহ্ন মিলেছে, তাদের কোনও আন্তর্জাতিক ভ্রমণের কোনও ঘটনা আগে ঘটেনি। সেই সূত্র ধরে, চিনের ভাইরাসের সঙ্গে এই দুই শিশুর সংক্রমিত হওয়ার কোনও যোগ নেই বলে বহু রিপোর্ট উল্লেখ করছে।