পহেলগাঁওয়ে জঙ্গিদের নির্বিচারে গুলি করে ২৬ জনকে হত্যা করার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মীরে দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা।
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারী গুলিবিনিময়ে দুই জঙ্গি নিহত হয়েছে, ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে। এই অভিযানটি ভয়াবহ পহেলগাঁও জঙ্গি হামলার একদিন পর হল।
ভারতীয় সেনা জানিয়েছে, বুধবার বারামুল্লার উরি নালায় সারজীবন এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন |
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস X-এ একটি পোস্টে জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভারী গুলিবিনিময় হয়েছে, দুই জঙ্গিকে খতম করা হয়েছে, বারামুল্লায় চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে।’জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে, X পোস্টে বলা হয়েছে।
এই সংঘর্ষটি একটি পর্যটন কেন্দ্রে মারাত্মক হামলার একদিন পর হল, যাতে ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
বাইসারান তৃণভূমিতে হয়েছিল, যা 'মিনি সুইজারল্যান্ড' নামেও পরিচিত।
আরও পড়ুন |
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি হামলার পর সৌদি আরবে তাঁর রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দিল্লি পৌঁছান। প্রধানমন্ত্রী মোদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ছিলেন।
দিল্লিতে অবতরণের পরপরই প্রধানমন্ত্রী মোদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী মোদি সৌদি আরবের দেওয়া আনুষ্ঠানিক নৈশভোজ বাতিল করেন এবং তাঁর সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন। মূলত বুধবার রাতে তার ফেরার কথা ছিল। তবে সফর ছেঁটে তিি বুধের সকালেই দেশে ফেরেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী মোদী হামলার নিন্দা জানিয়েছেন এবং যারা এই হামলার পেছনে রয়েছে তাদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। তিনি বার্তা দেন,' আমি জম্মু ও কাশ্মীরের তীব্র নিন্দা জানাই। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এই জঘন্য কাজের পেছনের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না! তাদের খারাপ উদ্দেশ্য কখনই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট, এবং এটি আরও শক্তিশালী হবে'।