Joshimath Case in Supreme Court: 'সব গুরুত্বপূর্ণ বিষয় SC-তে না এলেও হয়', ধার্য করা হল জোশীমঠ মামলার শুনানির দিন
1 মিনিটে পড়ুন Updated: 10 Jan 2023, 01:51 PM ISTজোশীমঠের ৬০০টিরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ধসে পড়েছে মন্দির। পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে এশিয়ার দীর্ঘতম রোপওয়ে। একাধিক হোটেল পুরোপুরি বন্ধ করা হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী সোমবার জোশীমঠ সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।