রাস্তার পাশে ছিল ৩০ ফুট গভীর ড্রেন। কিন্তু সে কথা জানা ছিল না চালকের। তিনি নিশ্চিন্ত মনে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছিলেন। এর ফলেই ঘটে গেল চরম বিপত্তি। রাস্তা থেকে ৩০ ফুট গভীর ড্রেনে পড়ে যায় গাড়িটি। উত্তরপ্রদেশের নয়ডার এই ঘটনায় চালক ভরত সিংয়ের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। ড্রেন থেকে ভরত সিংয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত ভরত সিং দিল্লির মান্দাওয়ালির বাসিন্দা।তিনি স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ভরত সিং একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় গ্রেটার নয়ডার সেক্টর পি৪-এ এই ঘটনাটি ঘটে। (আরও পড়ুন: কানাডা দখল করতে ছক কষছেন ট্রাম্প, 'শুল্ক যুদ্ধের' আবহে বড় দাবি ট্রুডোর)
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভরত সিং তাঁর মোবাইলে ভুল নেভিগেশনের কারণে সম্পূর্ণ বিভ্রান্ত হয়েছেন। যার জেরে রাস্তা ছেড়ে ৩০ ফুট ড্রেনে পড়ে যায় তাঁর গাড়িটি। এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টিই সামনে আসছে।তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছে এই সংক্রান্ত কোনও তথ্য আপাতত নেই। কারণ মৃতের মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা যায়নি।বেটা২ থানার ইনচার্জ বিজয় কুমারের জানিয়েছেন, বিকেল ৩.৩০ নাগাদ পুলিশ খবর পায় যে কেন্দ্রীয় বিহার এলাকার কাছে একটি গাড়ি ড্রেনে পড়ে গেছে। ভরত সিং রানি রামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। রাস্তার শেষে কোনও সতর্কতামূলক চিহ্ন ছিল না, যার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যেতে পারে। (আরও পড়ুন: ভারত ছাড়া চলবে না, জানিয়েছিলেন 'মোদীর সঙ্গে কথা বলা' ইউনুস, ব্যাখ্যা তৌহিদের)
অন্যদিকে ভরত সিংয়ের বন্ধু নিখিল বলেন, পুলিশের ফোন পেয়ে তিনি দিল্লি থেকে ঘটনাস্থলে পৌঁছন। ক্রেনের সাহায্যে গাড়ি থেকে ভরত সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা এবং ডেলিভারি কর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও উদ্ধার করা সম্ভব হয়নি।এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ওই গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং ড্রেনে পড়ে যায়। স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসেন, কিন্তু গাড়িটি উল্টে যায়। (আরও পড়ুন: 'এপ্রিল ফুল...', মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ফের ভারতকে শুল্ক জুজু ট্রাম্পের)
আরও পড়ুন: রিলায়েন্স এবং মুকেশ আম্বানির পার্টনারদের থেকে ২৪৫০০ কোটি টাকা দাবি মোদী সরকারের
এর আগেও জিপিএস-র ভরসায় গাড়ি চালিয়ে ঘটনার কবলে পড়েছেন বহু মানুষ।গত বছর নভেম্বরে উত্তরপ্রদেশের বরেলিতে নির্মীয়মাণ সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীগর্ভে। চালক জিপিএস দেখে গাড়ি চালানোর ফলে সেতু থেকে সরাসরি নদীতে পড়ে যায় একটি গাড়ি। এই ঘটনায় চালক-সহ ৩ জনের মৃত্যু হয়।