বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সম্পত্তির মালিককে ১৫ দিনের আগাম নোটিশ না দিয়ে এবং বিধিবদ্ধ নির্দেশিকা অনুসরণ না করে কোনও ভাঙা যাবে না।
এরপরই সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এর মাধ্যমে সংগঠিত অপরাধকে বন্ধ করা যাবে। মাফিয়াদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এদিকে এর আগে এই বুলডোজার নীতির জন্য বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইউপি সরকারকে। তবে এবার রাজ্য সরকারের মুখপাত্র এই রায়টি জামায়তে উলেমা হিন্দ বনাম নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হয়েছে।
উত্তরপ্রদেশ সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, সুশাসনের একটা বড় দিক হল আইনের শাসন। সেদিক থেকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত। এই সিদ্ধান্ত অপরাধীদের মধ্য়ে আইন ভাঙার ভয়ের সঞ্চার করবে। এর মাধ্যমে মাফিয়া ও পেশাগত ক্রিমিনালদের ঠান্ডা করা সহজ হবে। এটা দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে এর মধ্যে ইউপি সরকার পার্টি নয়। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, রেজিস্টার্ড ডাকযোগে মালিককে নোটিস পাঠাতে হবে এবং কাঠামোর বাইরের অংশে লাগাতে হবে। নোটিশে অননুমোদিত নির্মাণের প্রকৃতি, নির্দিষ্ট লঙ্ঘনের বিবরণ এবং ধ্বংসের কারণ থাকতে হবে। ধ্বংসের ভিডিওগ্রাফি করতে হবে, এবং নির্দেশিকা লঙ্ঘন করলে আদালত অবমাননার আমন্ত্রণ জানানো হবে।