শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে সুইমিং পুলে ডুব দিয়ে এলেন বিক্ষোভকারীরা। এমনই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেলি মিররের টুইট অ্যাকাউন্টেও একটি পোস্ট করা হয়েছে।
শনিবার একটি ভাইরাল ভিডিয়োয় (যে ছবি এবং ভিডিয়ো করেছে শ্রীলঙ্কার একাধিক সংবাদমাধ্যমও) দেখা গিয়েছে, একটি সুইমিং পুলের ধারে গিজগিজ করছেন মানুষ। কেউ কেউ সুইমিং পুলেই নেমে গিয়েছেন। সেখান থেকেই নিজের ছবি তুলে নিচ্ছেন। কেউ কেউ আবার সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। চটপট সেলফি তুলে নিচ্ছেন। সুইমিং পুলের বাইরেও ভিজ পোশাকের কয়েকজনকে দেখা গিয়েছে।
ওই সংবাদমাধ্যমের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রান্নাঘরের মধ্যে প্রচুর মানুষ ঢেকে পড়েছেন। বিভিন্ন খাবার নিয়ে তাঁরা খাচ্ছেন। খেয়ে নিয়ে থালার মতো কোনও সামগ্রী রেখে কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন। কেউ কেউ সেখানে আবার খাবার তৈরি করতেও শুরু করে দিয়েছেন। কোনও খাবার ভেজে চলছে খাওয়া-দাওয়া। কয়েকজনকে সেজন্য জোগাড় করতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: Sri Lanka: তুমুল বিক্ষোভ, আতঙ্কে বাসভবন ছেড়ে পালালেন প্রেসিডেন্ট,দখল নিল জনতা