ধুমধাম সহকারে উত্তর প্রদেশের অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। তবে সেখানে যোগ দিচ্ছেন না উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য। শুধু তিনিই নন, দেশের ৪ শঙ্করাচার্যই যাচ্ছেন না রাম মন্দিরের উদ্বোধনে। তাঁদের মতে এই উদ্বোধন সনাতন ধর্মের নিয়মের লঙ্ঘন।
পুরী গোবরধনপীের স্বামী নিশ্চলানন্দ সরস্বতী, উচ্চরাখণ্ডের জ্যোতিষপীঠের স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সহ ৪ শঙ্করাচার্য অযোধ্যার রামমন্দির উদ্বোধনে থাকছেন না। সদ্য মধ্যপ্রদেশের রতনলে এক অনুষ্ঠানে স্বামী নিশ্চলানন্দ জানিয়েছেন তিনি যাচ্ছেন না রাম মন্দিরের উদ্বোধনে। এদিকে, অভিমুক্তেশ্বরানন্দও একই কথা জানিয়েছেন হরিদ্বারে। তাঁকে এই বিষয়ে প্রশ্নও করা হয়। অভিমুক্তেশ্বরানন্দ জানান,'কোনও শঙ্করাচার্যই ২২ জানুয়ারির অনুষ্ঠানে যাচ্ছেন না। আমাদের কোনও অশুভ ভাবনা নেই। তবে শঙ্করাচার্যদের দায়িত্ব হল হিন্দুধর্ম সঠিকভাবে পালন করা, আর বাকিদের তা করতে বলা। ওঁরা (যাঁরা রামমন্দিরের নির্মাণের নেপথ্যে) হিন্দু ধর্মের প্রতিষ্ঠিত নিয়মকে লঙ্ঘন করছেন।' শঙ্করাচার্যদের মতে, মন্দির সম্পূর্ণ প্রতিষ্ঠা না করেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা উৎসব সঠিক নয়। এই ঘটনা হিন্দু শাস্ত্রের বিধি বিরুদ্ধ। শঙ্করাচার্য বলছেন,'এত তাড়াহুড়োর দরকার ছিল না'।
(Ayodhya: ১০৮ ফুটের ধূপ, ২১০০ কেজির ঘণ্টা, সোনার পাদুকা 'উপহার' আসছে অযোধ্যার রাম মন্দিরের জন্য, তালিকায় আর কী কী আছে? )