বাংলা নিউজ > ঘরে বাইরে > Trains Cancelled on 2nd February: রামপুরহাট ও বর্ধমানের একাধিক ট্রেন বাতিল, দেশে চলবে না ৩৩৪ ট্রেন - পুরো তালিকা
পরবর্তী খবর
Trains Cancelled on 2nd February: রামপুরহাট ও বর্ধমানের একাধিক ট্রেন বাতিল, দেশে চলবে না ৩৩৪ ট্রেন - পুরো তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 02 Feb 2023, 07:39 AM ISTAyan Das
Trains Cancelled on 2nd February: হাওড়া থেকে শান্তিনিকেতন ও রামপুরহাটগামী গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন চলবে না। শিয়ালদা থেকেও বাতিল থাকছে রামপুরহাটগামী ট্রেন।
রামপুরহাট ও বর্ধমানের একাধিক ট্রেন বাতিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশজুড়ে ৩৩৪ ট্রেন বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক ট্রেন বাতিল থাকছে। হাওড়া থেকে শান্তিনিকেতন ও রামপুরহাটগামী গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন চলবে না। শিয়ালদা থেকেও বাতিল থাকছে রামপুরহাটগামী ট্রেন।
আজ ভারতে কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা কীভাবে দেখবেন?
১) ব্রাউজারে গিয়ে 'National Train Enquiry System - Indian Railways' বা 'NTES' লিখে সার্চ করতে হবে। তারপর 'NTES' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে যাত্রীদের।
২) একটি নতুন পেজ খুলে যাবে। ‘National Train Enquiry System’ পেজের ডানদিকে 'Exceptional Trains' লেখা থাকবে। ওই 'Exceptional Trains' ক্লিক করলে একটি ড্রপ-ডাউন বক্স খুলে যাবে। ওই ড্রপ-ডাউন বক্সে ‘Cancelled Trains’ থাকবে। ওই ‘Cancelled Trains’ ক্লিক করতে হবে।
৩) 'Cancelled Trains'-র ঠিক নীচে 'Train Start Date' থাকবে। তাতে থাকবে ২ ফেব্রুয়ারি। নীচে 'Cancelled Type'-র আওতায় 'Fully' এবং 'Partially' থাকবে। 'Fully' বেছে নিতে হবে (প্রাথমিকভাবে পেজ খুললে এমনিতেই 'Fully' থাকবে)।
৪) আজ ভারতে কোন কোন ট্রেন বাতিল করে থাকবে, তা 'Fully' তালিকায় দেওয়া থাকবে।