পুরীর নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখলেন ওড়িশার ডিজিপি
রথযাত্রার জন্য় ধাপে ধাপে তৈরি হচ্ছে পুরী। কঠোর নিরাপত্তা থাকে প্রতি বছর। লাখ লাখ লোকের সমাগম। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। তবে এবার পুরীর রথে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওড়িশার পুরীতে বার্ষিক রথযাত্রার আগে, ডিজিপি ওয়াই বি খুনারিয়া সোমবার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং উপকূলীয় শহরের শ্রী জগন্নাথ মন্দিরের সুরক্ষার জন্য একটি রায়ট নিয়ন্ত্রণের গাড়ি 'বজ্র' চালু করেছেন, কর্মকর্তারা জানিয়েছেন।
ডিজিপি ২৭ জুন রথযাত্রার নিরাপত্তা প্রস্তুতি এবং ভারত-পাকিস্তান সীমান্তের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করেছেন।
তিনি বলেন, 'রথযাত্রার জন্য পুরীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছি। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসবের জন্য পুলিশি আয়োজন প্রায় শেষ পর্যায়ে। মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরের নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন।
মন্দির পরিদর্শনের সময়, ডিজিপি সম্ভাব্য হুমকি রোধ করতে এবং তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে মন্দিরের কাছে মোতায়েন পুলিশ ও সুরক্ষা কর্মীদের প্রস্তুতির মূল্যায়ন করেছিলেন।