গতকালই দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এক মিসাইল হামলায় প্রাণ হারান ভারতীয় পড়ুয়া। খারকিভে এখনও প্রায় ২০০০-এর বেশি ভারতীয় আটকে রয়েছেন। খারকিভ দখলের জন্য জোর হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই হামলার মাঝে শহর ছেড়ে নিরাপদে দেশের পশ্চিম প্রান্তে যেতে পারছেন না আটকে পড়া ভারতীয়রা। আর এই পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনকে কড়া ভাষায় বার্তা পাঠায় ভারত। দুই দেশকেই ভারত বলে যাতে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার পথ করে দেওয়া হয়।
মঙ্গলবার বিদেশ সচিব হর্ষ শ্রীংলা রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের ডেকে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। ভারতীয়দের জন্য নিরাপদ পথের দাবি জানিয়েছেন শ্রীংলা, যাতে তাদের দ্রুত সরিয়ে নেওয়া যায়। উল্লেখ্য, গতকালই জানা যায়, ভারতীয় নাগরিক ২১ বছর বয়সী নবীন শেখরপ্পা জ্ঞানগৌডা খারকিভে এক মিসাইল হামলায় মারা যান। শেষ বর্ষের মেডিক্যাল ছাত্র ছিলেন নবীন। এই ঘটনার পরপরই দূতদের সাথে দেখা করেন শ্রীংলা। পরে তিনি বলেন, ‘আজ, আমি দৃঢ়ভাবে আমাদের দাবি পুনর্ব্যক্ত করছি। যে সমস্ত ভারতীয় নাগরিকরা এখনও খারকিভ এবং সংঘাতপূর্ণ এলাকার অন্যান্য শহরে রয়েছেন, তাদের জন্য যাতে জরুরি ভিত্তি নিরাপদ পথ করে দেওয়া হয়, সেই কথা জানানো হয়েছে।’
বিদেশ সচিব হর্ষ শ্রীংলা গতকাল আরও জানান যে ইউক্রেনের রাজধানীতে আর কোনও ভারতীয় পড়ুয়া নেই। তাঁর কথায়, ইউক্রেনে থাকা প্রায় ৬০ শতাংশ ভারতীয় সেই দেশ ছেড়েছেন। বাকি যে ৪০ শতাংশ এখনও ইউক্রেনে আটকে, তাঁদের অধিকাংশই এমন এলাকায় আটকে যেখানে সংঘর্ষ হচ্ছে। তিনি জানান, ইউক্রেনের পড়শি দেশগুলি থেকে মোট ২৬টি উড়ানে আগামী তিনদিনে ভারতীয়দের দেশে ফেরানো হবে। বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে। তাছাড়া পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে।