জি সেভেন ভূক্ত দেশগুলির 'প্রাইস ক্যাপ' না পোষালে বিশ্ব জুড়ে তেল সরবরাহ রুখে দেবে রাশিয়া। শুক্রবার সাফ বার্তায় ভারতে বসবাসকারী রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপোভ একথা জানিয়েছেন। তিনি বলছেন, 'যদি আমরা মনে করি যে, দাম যা ধার্য হচ্ছে তা সঠিক নয়, আর আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমরা বিশ্ববাজারে তেল সরবরাহ বন্ধ করে দেব। আর সেই সমস্ত দেশেও তেল রপ্তানি বন্ধ করে দেব যারা মার্কিন মুলুকের এই উদ্যোগে শামিল হচ্ছে।'
কার্যত স্পষ্ট করেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘিরে তেল ইস্যুতে মস্কোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন ডেনিস অ্যালিপোভ। ক্রেমলিনের লাভের অংশ কমাতে ইউরোপিয় ইউনিয়ন ও জি সেভেন দেশগুলি রাশিয়ার অপরিশোধিত তেলের দামের ওপর প্রাইস ক্যাপের উদ্যোগ নিয়েছে। যার ফলে বেশ কিছু বিধি নিষেধ পশ্চিমী দেশগুলির তরফে রাশিয়ার ওপর আরোপিত হয়েছে। জি সেভেন দেশগুলির অর্থমন্ত্রীরা সদ্য গতমাসে জানিয়েছেন যে, তাঁদের দেশগুলির উদ্যোগে রাশিয়ার লাভের অংশ কমিয়ে দিয়ে ইউক্রেন যুদ্ধে সেই ফান্ড বন্ধ করার বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া গিয়েছে। এদিকে, অ্যালিপোভ এই ইস্যুতে সমীকরণ স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন, বিশ্ব বাজারে রাশিয়া তেল সরবরাহ বন্ধ করলেই তেলের দাম হু হু করে বাড়বে। যার ফল কার্যত সকলেরই জানা! এদিকে, জি সেভেনের এই সিদ্ধান্তে ভারতকেও শামিল হতে বলা হয়েছে। সেই দিক থেকে দিল্লি জানিয়েছে যে এই প্রস্তাব নিয়ে ভাববে তারা। পড়ুন অন্যরকমের খবর-প্রেগন্যান্সি প্ল্যানিং? এই খাবারগুলি প্রজনন ক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে