আজ বাজেটে আয়কর দাতাদের জন্যে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরই সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্যেও স্বস্তির খবর শোনালেন তিনি। আজ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেছেন যে ২০২৫ সালের বাজেটে টিডিএসের ব়্যাশনলাইজ করা হবে। এর ফলে করদাতারা অনেক স্বস্তি পাবেন। এদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হল। আগে এই সীমা ছিল ৫০ হাজার টাকা। তা দ্বিগুণ করে এবার ১ লাখ টাকা করা হচ্ছে। নির্মলা আজ আরও বলেছেন, ভাড়ার টিডিএস বাড়িয়ে ৬ লাখ টাকা করা হচ্ছে। (আরও পড়ুন: ১২ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর, বাজেটে ঘোষণা নির্মলার)
আরও পড়ুন: বাজেট ভাষণ যত এগোল, সেনসেক্স ততই নামল
এদিকে এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। আজ তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছেন, ‘নয়া যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি টাকা থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’ (আরও পড়ুন: চালু হবে কাস্টমাইজড ক্রেডিট কার্ড, স্টার্টআপ তহবিলে আরও ১০০০০ কোটির ঘোষণা বাজেটে)
আরও পড়ুন: ঋণের সীমা বাড়ল কিসান ক্রেডিটে, ১.৭ কোটি কৃষকের জন্যে প্রকল্পের ঘোষণা বাজেটে
নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ।
এর আগে আজ নিজের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বেস সব বড় অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি। গত ১০ বছরে আমাদের উন্নয়নের ট্র্যাক রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের সামর্থ্য এবং সম্ভাবনার প্রতি আস্থা এই সময়ের মধ্যেই বেড়েছে। আমরা পরবর্তী ৫ বছরকে ‘সবকা বিকাশ’ উপলব্ধি করার একটি অনন্য সুযোগ হিসেবে দেখছি। সমস্ত অঞ্চলের সুষম বৃদ্ধিকে হবে এই সময়কালে।’