চাকরি হারানোর আক্রোশে বসের ঝাঁ-চকচকে ফেরারি স্পোর্টস কার থেঁৎলে দিল ফুঁসতে থাকা কর্মীর ট্রাক। ফেসবুকে সেই ছবি ভাইরাল হয়েছে।
সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ছবিতে দেখা গিয়েছে, মাঝারি মাপের সাদা ভলভো ট্রাকের নীচে চিঁড়ে-চ্যাপ্টা হয়ে গিয়েছে পার্কিং লটে রাখা নতুন ফেরারি জিটিসি লুসো স্পোর্টস কারটি।
ফেসবুক ইউজারদের একাংশ জানাচ্ছেন, চাকরি থেকে ছাঁটাইয়ের খবর শোনার পরে বসের কাছে গিয়ে কর্মীটি জানতে চাল, অফিসবাড়ির নীচে পার্কিং লটে রাখা নতুন ফেরারি স্পোর্টস কারটি তাঁরই কি না। বস তা স্বীকার করার পরেই সটান বেসমেন্টের পার্কিং লটে পৌঁছে যান ক্ষিপ্ত কর্মী। তারপর নিজের ভলভো ট্রাক চালিয়ে সজোরে গুঁড়িয়ে দেন তিনি।

আর এক দলের মতে, বস তাঁর নেশা করে ট্রাক চালানোর কারণে চাকরি থেকে বরখাস্ত করলে প্রতিহিংসার জেরেই ফেরারি ভাঙচুর করেছেন ক্ষিপ্ত কর্মীটি।
আবার কেউ বলছেন, বেশ কয়েক বার আবেদন জানালেও ওই চালককে কিছুতেই নতুন ট্রাক চালাতে দেওয়া হয়নি। সেই আক্রোশেই বসের নতুন স্পোর্টসকার চূর্ণ করার পরিকল্পনা করেন ওই কর্মী।
জানা গিয়েছে, ট্রাকের ধাক্কা খেয়ে ফেরারির যে অবস্থা হয়েছে, তাতে মেরামতির কোনও সম্ভাবনাই নেই।