অনেকটা যেন Jio-র কায়দাতেই বাজার দখলের পরিকল্পনা। বিভিন্ন প্রোডাক্টে ৩০-৩৫% পর্যন্ত বড়সড় ছাড় দিয়ে তা বিক্রি করা হবে। এর ফলে ক্রেতারা একই সেগমেন্টের অন্য কোম্পানির প্রোডাক্ট ছেড়ে সেটি কিনে ব্যবহার করে দেখবেন। জিনিস একবার পছন্দ হয়ে গেলেই সেই গ্রাহকদের নিয়মিত হিসাবে পেয়ে যাবে রিলায়েন্স রিটেলস।
ফাইল ছবি: রিলায়েন্স
Campa Cola দিয়ে নতুন করে ঝড় তুলেছে রিলায়েন্স গোষ্ঠী। এবার ভারতীয় গ্রাহকদের মন জয় করতে নতুন করে কোমর বেঁধে নামলেন মুকেশ আম্বানি। পার্সোনাল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সেগমেন্টে রণং দেহি ভঙ্গিতে ঝাঁপ দিচ্ছে সংস্থা।
অনেকটা যেন Jio-র কায়দাতেই বাজার দখলের পরিকল্পনা। বিভিন্ন প্রোডাক্টে ৩০-৩৫% পর্যন্ত বড়সড় ছাড় দিয়ে তা বিক্রি করা হবে। এর ফলে ক্রেতারা একই সেগমেন্টের অন্য কোম্পানির প্রোডাক্ট ছেড়ে সেটি কিনে ব্যবহার করে দেখবেন। জিনিস একবার পছন্দ হয়ে গেলেই সেই গ্রাহকদের নিয়মিত হিসাবে পেয়ে যাবে রিলায়েন্স রিটেলস। আরও পড়ুন: Viacom18: ‘টিভির দিন শেষ,’ বলল JioCinema, বেজায় চটলেন রিলায়েন্সের টেলিভিশনের কর্তারা
শুধুমাত্র নির্দিষ্ট কিছু বাজারেই আপাতত জিনিস এনেছে রিলায়েন্স। তবে সূত্রের খবর, ধীরে ধীরে দেশজুড়ে একটি ডিলার নেটওয়ার্ক তৈরি করছে তারা। সেটা হয়ে গেলেই এক লহমায় বাজার দখলে নামবে সংস্থা।
ঠিক কাদের সঙ্গে টক্কর? এই তালিকায় আছে হিন্দুস্তান ইউনিলিভার, P&G, রেকিট, নেসলে-র মতো পুরনো, নামজাদা সংস্থা। ভারতের বাজারে কনজিউমার প্রোডাক্ট সেগমেন্টের বেতাজ বাদশা এই সংস্থাগুলি। কম দামে সমমানের প্রোডাক্ট দিয়ে সেই গ্রাহকদেরই টেনে আনতে চাইছে রিলায়েন্স।
RCPL তার গ্লিমার বিউটি সোপ, গেট রিয়েল ন্যাচারাল সোপস এবং পিউরিক হাইজিন সোপস-এর মতো সাবানের দাম রেখেছে ২৫ টাকা। সেখানে এই সেগমেন্টের লাক্স ৩৫ টাকা(১০০ গ্রাম)। ডেটল ৪০ টাকা(৭৫ গ্রাম)। Santoor-এর মতো সাবানও ৩৪ টাকা(১০০ গ্রাম)।
অন্যদিকে Enzo ২ লিটার লিকুইড ডিটারজেন্টের দাম ২৫০ টাকা (Jio Mart-এ)। এই সেগমেন্টে Surf Excel Matic-এর ২-লিটার প্যাকের দাম ৩২৫ টাকা।
চলতি মাসের শুরুর দিকে, RCPL মার্কিন কোলা জায়ান্ট পেপসিকো এবং কোকা-কোলা-র বাজারেও প্রবেশ করেছে। এক সময়ের জনপ্রিয় সফ্ট ড্রিঙ্ক ব্র্যান্ড ক্যাম্পা কোলা পুনরায় চালু করেছে সংস্থা। ক্যাম্পা কোলার ২০০ মিলিলিটারের বোতলের দাম মাত্র ১০ টাকা। ৫০০ মিলিলিটারের দাম মাত্র ২০ টাকা। ফলে এক্ষেত্রেও যে রণনীতি সেই একই, তা বলাই বাহুল্য। আরও পড়ুন: Campa Cola:আম্বানিদের হাত ধরে ফিরে এল ‘ক্যাম্পা কোলা’