এপ্রিল মাসে ওড়িশা থেকে নির্বাচিত ৩ রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। অঙ্কের হিসেবে এই রাজ্য থেকে এই তিন আসনে রাজ্যসভা সদস্য হতে গেলে এক একজন প্রার্থীর ৩৭টি করে ভোট লাগবে। তবে ওড়িশা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র ২২। তা সত্ত্বেও অশ্বিনী বৈষ্ণবকে ওড়িশা থেকেই প্রার্থী করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
আগামী এপ্রিল মাসে রাজ্যসভা সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। এর আগে ওড়িশা থেকে নির্বাচিত হয়ে সংসদের উচ্চকক্ষে গিয়েছিলেন তিনি। এবারও সেই ওড়িশা থেকেই তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে ওড়িশা থেকে রাজ্যসভায় সাংসদ পাঠানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা নেই বিজেপির কাছে। এপ্রিল মাসে এই রাজ্যের ৩ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। অঙ্কের হিসেবে এই রাজ্য থেকে এই তিন আসনে রাজ্যসভা সদস্য হতে গেলে এক একজন প্রার্থীর ৩৭টি করে ভোট লাগবে। তবে ওড়িশা বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র ২২। তা সত্ত্বেও অশ্বিনী বৈষ্ণবকে ওড়িশা থেকেই প্রার্থী করা হয়েছে। এবং বৈষ্ণবকে প্রার্থী করার পরেই ওড়িশার শাসকদল বিজু জনতা দল জানিয়ে দিয়েছে, তাঁরা কেন্দ্রীয় রেলমন্ত্রীকে সমর্থন করবে। এই আবহে বিজেডি নিজেদের দলের ২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। (আরও পড়ুন: ভারত মহাসাগরে নজর দিল্লির, মলদ্বীপের খুব কাছেই এবার ২টি নৌঘাঁটি তৈরি করবে নৌসেনা)
এর আগে ২০১৯ সালেও বিজেডির সমর্থনেই বিজেপির টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, অশ্বিনী বৈষ্ণব নিজে রাজস্থানের লোক। তবে আইএএস থাকাকালীন ২০১০ সাল পর্যন্ত ওড়িশায় নিযুক্ত ছিলেন তিনি। এরপর তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন সরকারি চাকরি থেকে। পরে মোদী ২.০ জমানায় রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী করা হয় তাঁকে। অশ্বিনী বৈষ্ণবকে সমর্থন করার কথা জানিয়ে বিজেডি নিজেদের বিজ্ঞপ্তিতে বলেছে, রাজ্যে রেল পরিকাঠামো ব্যবস্থার উন্নয়নের স্বার্থে অশ্বিনী বৈষ্ণবকে সমর্থন করবে তারা। (আরও পড়ুন: 'আমাকে দলে নিতে চাইবে বিজেপি', বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র)