কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর ও সংঘর্ষবিরতি নিয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধের কথা জানিয়েছেন।
চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, উপরোক্ত বিষয়গুলি নিয়ে জনগণ ও তাদের প্রতিনিধিদের আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে লেখা হয়েছে, 'প্রিয় প্রধানমন্ত্রী, অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ জানাচ্ছি।
'পহেলগাঁওতে জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর এবং আজকের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প প্রথম ঘোষণা করেছিলেন। সামনের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় আমাদের সমবেত সংকল্প প্রদর্শনের এটি একটি সুযোগও হয়ে উঠবে। আমি বিশ্বাস করি, আপনারা এ দাবি গুরুত্বের সঙ্গে এবং দ্রুত বিবেচনা করবেন।
রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেও পহেলগাঁওয়ে অমানবিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সংসদের উভয় কক্ষের বিশেষ অধিবেশন ডাকার জন্য ২৮ এপ্রিল, ২০২৫ তারিখের একটি চিঠিরকথা উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রীকে লেখা মল্লিকার্জুন খাড়গের চিঠিতে বলা হয়েছে, 'সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা ইতিমধ্যেই আপনাকে আবারও চিঠি লিখে পহেলগাঁও সন্ত্রাস, অপারেশন সিঁদুর এবং প্রথমে ওয়াশিংটন ডিসি থেকে এবং পরে ভারত ও পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনের জন্য সমস্ত বিরোধী দলগুলির সর্বসম্মত অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, "রাজ্যসভায় বিরোধী দলনেতা হিসেবে আমি এই অনুরোধের সমর্থনে লিখছি। আমার বিশ্বাস আপনারা রাজি হবেন।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
তিন দিনের তীব্র গোলাগুলির পর শনিবার ভারত ও পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার 'সমঝোতায়' পৌঁছেছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন।
গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি পরিকাঠামো গুড়িয়ে দেয় ভারত।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা হিসেবে অপারেশন সিঁদুর চালানো হয়।
অপারেশন সিঁদুরের মাধ্য়মে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। কার্যত কোমর ভেঙে দেওয়া হয়েছে পাক জঙ্গিদের।
এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামগ্রিক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন জানালেন।