আরিয়ান প্রকাশ
লন্ডনের প্রবাসী কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে আলোচনায় বসলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, সারপ্রাইজ ফোন কলে সোনিয়া গান্ধীর সঙ্গেও কথা হল ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সকলকে অবাক করে টিম মেম্বারদের সঙ্গে সোনিয়া গান্ধী ফোনে কথা বলেন। তিনি সকলকে উৎসাহ দিয়েছেন। আগামী নির্বাচনগুলিতে যাতে তারা জিততে পারেন সেব্যাপারে পরিশ্রম করার ব্যাপারেও বলা হয়েছে।
তেলেঙ্গানার প্রবাসী ভারতীয়রা তেলেঙ্গানা রাজ্য করার জন্য সোনিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০২৩এ তেলেঙ্গানা নির্বাচনে কঠোর পরিশ্রম করার ব্যাপারে তিনি পরামর্শ দেন। দেশজুড়ে আদর্শগত লড়াই করার জন্য সকলকে উৎসাহ দেন রাহুল গান্ধী। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী জানিয়েছেন, কোনও নির্দিষ্ট দলের বিরুদ্ধে তাঁর লড়াই নয়। একটি ক্ষতিকারক আদর্শ ও দেশকে রক্ষা করার জন্য় এই লড়াই।