
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কংগ্রেসকে বার বার শুনতে হয় তাদের দলে পরিবারবাদ রয়েছে। এনিয়ে বার বার বিদ্ধ করেন বিরোধীরা। আর সেই প্রসঙ্গেই এবার জবাব দিলেন রাহুল গান্ধী। এবার রাহুলের পালটা প্রশ্ন, অমিত শাহের পুত্র ঠিক কী করছেন এটা বলুন।
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের কথা উল্লেখ করেন তিনি। তিনি বর্তমানে বিসিসিআইয়ের সেক্রেটারির পদে রয়েছেন। জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রেসিডেন্ট।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাহুল গান্ধী জানিয়েছেন, অমিত শাহের ছেলে ঠিক কী করছেন? রাজনাথ সিংয়ের ছেলে কী করছেন? অমিত শাহের ছেলে ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। ব্যাপারটা বুঝুন। বিজেপির দিকে একবার তাকান। অনুরাগ ঠাকুরের মতো অনেকেরই পরিবারবাদ রয়েছে।
প্রসঙ্গত রাজনাথ সিংয়ের পুত্র পঙ্কজ সিং উত্তরপ্রদেশের বিধায়ক। এদিকে ভোটমুখী মিজোরামে তিনি শাসকদল মিজো ন্যাশানাল ফ্রন্ট ও জোরাম পিপলস মুভমেন্টকে নিশানা করেন। তাঁর মতে ওরা উত্তরপূর্বভারতে আরএসএস আর বিজেপির হাতের পুতুল।
তিনি জানিয়েছেন, কংগ্রেস দল পুরোপুরি আদর্শগতভাবে বিজেপির বিরোধী। সেকারণে আমরা কারোর হাতের পুতুল হব না।
তিনি জানিয়েছেন, কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ করতে পারেন। তার মধ্যে মিজোরাম, তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ. রাজস্থান ও ছত্তিশগড় রয়েছে।
আগামী ৭ নভেম্বর মিজোরামে ভোট। তার আগে ৩৯জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। ২০১৮ সালের ভোটে মিজো ন্যাশানাল ফ্রন্ট ২৬টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৫টি আসন। আর বিজেপি পেয়েছিল ১টি আসন।
এদিকে বিজেপি মাঝেমধ্য়ে কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদের অভিযোগ তোলে। এবার এনিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। ভোটমুখী মণিপুরে তিনি এই অভিযোগ তুলেছেন বলে খবর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports