মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। সংবাদ সংস্থা এএনআই সহ একাধিক সূত্রে বিষয়টি জানা গিয়েছে। মণিপুরের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিং আগেই ইস্তফা দিয়েছিলেন। এরপর সেই পদে কে বসবেন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এখনও পর্যন্ত মণিপুরের মুখ্য়মন্ত্রী কে হবেন তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তার মধ্য়েই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে বলে খবর মিলেছে।
হিন্দুস্তান টাইমস সহএকাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুরে।
প্রায় ২১ মাস ধরে মণিপুরে অশান্তির আবহ।কখনও এই অশান্তি কমে, কখনও আবার হু হু করে বাড়তে থাকে অশান্তি। এসবের মধ্য়েই প্রায় ২৫০জনের মৃত্যু হয়েছে একাধিক ঘটনায়। একের পর এক হিংসার ঘটনা হয়েছে মণিপুরে। হাজার হাজার মানুষ এই অশান্তির কবলে পড়েছিলেন। বার বার তৎকালীন মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।
এরপর গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন এন বীরেন সিং। রাজ্য বিধানসভায় বাজেট সেশনের ঠিক আগে এই ইস্তফাপত্র।
তিনি তাঁর ইস্তফায় লিখেছিলেন,আমি কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তাঁরা একেবারে সঠিক সময়ে হস্তক্ষেপ করেছেন, একাধিক প্রকল্পের রূপায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছেন প্রতি মণিপুরবাসীর জন্য।