পেশোয়ারে মসজিদে জোরালো বোমা বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৭ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তার জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। যে ঘটনার দায় প্রাথমিকভাবে কোনও সংগঠন স্বীকার করেনি।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে মসজিদে প্রার্থনা চলছিল। ১ টা ৪০ মিনিট নাগাদ পুলিশ লাইনস এলাকার কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ভবনের একাংশ ভেঙে পড়েছে। অনেকে সেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে মনে করা হচ্ছে।
ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আহতদের মধ্যে অধিকাংশ পুলিশ আধিকারিক। আপাতত আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে পিটিআই।
আরও পড়ুন: Video: 'আল্লাহ পাকিস্তান তৈরি করেছেন, রক্ষাও তিনিই করবেন', বক্তব্য পাক অর্থমন্ত্রীর, শুরু ট্রোল
সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন, পেশোয়ারে বোমা বিস্ফোরণে যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে পুলিশ কর্তারাও আছেন। যে পেশোয়ার হল আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। জাফর খান নামে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ চালানো হয়েছে। আপাতত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )