সুফি সাধক খাজা মইনুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকী স্মরণে এই উরস পালন করা হয়ে থাকে। তাতে প্রচুর মানুষের ভিড় হয়। বিগত বছরগুলিতে প্রধানমন্ত্রী দরগায় চরানোর জন্য মুসলিম সম্প্রদায়কে চাদর উপহার দিয়েছিলেন। এবারও তার অন্যথা হল না।
চাদর উপহার দিলেন প্রধানমন্ত্রী।
আজমীর শরীফের দরগার জন্য চাদর উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবছর উরস উপলক্ষে আজমীর শরীফের দরগার জন্য চাদর উপহার দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও উরস উপলক্ষে খাজা মইনুদ্দিন চিস্তির এই দরগায় চরানোর জন্য চাদর উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দরগার জন্য চাদর উপহার দেন। আগামীকাল ১৩ জানুয়ারি খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় এই চাদর পেশ করা হবে।
সুফি সাধক খাজা মইনুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকী স্মরণে এই উরস পালন করা হয়ে থাকে। তাতে প্রচুর মানুষের ভিড় হয়। বিগত বছরগুলিতে প্রধানমন্ত্রী দরগায় চরানোর জন্য মুসলিম সম্প্রদায়কে চাদর উপহার দিয়েছিলেন। এবারও তার অন্যথা হল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা হয়েছে। এই সময় আমি পবিত্র চাদর পেশ করেছি, যা খাজা মইনুদ্দিন চিস্তির উরসের সময় বিখ্যাত আজমীর শরীফ দরগায় দেওয়া হবে।